Quick Query
News & Announcement
১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন এবং গ্রন্থ প্রকাশনার অনুষ্ঠান করলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতি। শিলিগুড়ির নজরুল সরনীর সানহিল পোর্টিকো হোটেলের সভাকক্ষে " বুদ্ধদেব ও বৌদ্ধধর্ম " ইংরেজি ভাষায় রচিত বইটি প্রকাশিত হয়।লিখেছেন সুলেখক, সমাজবিজ্ঞানী, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সমিতির তিনজন বরিষ্ঠ সদস্য - ড: মলয়শংকর ভট্টাচার্য্য, ড: তাপস চট্টোপাধ্যায় ও ড: পুরণ কুমার ছেত্রী। বইটির প্রকাশক কলকাতার সাগ্নিক বুকস। সংগীত পরিবেশন করেন ড: শুক্লা সরকার।
মলাট উন্মোচন করলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এমেরিটাস অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতিমান গবেষক ড: রঘুনাথ ঘোষ। তিনি বৌদ্ধধর্মের বিজ্ঞানবদ্ধ চিন্তাচেতনার প্রেক্ষিত এবং বিশ্লেষন করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উপর ভগবান বুদ্ধের বিপুল প্রভাব ব্যাখ্যা করার জন্য রবীন্দ্রসাহিত্যে, বিশেষত চন্ডালিকা,নটীর পূজা ও অন্যান্য সৃজনে বুদ্ধদেব ও বৌদ্ধধর্মকে কবি কিভাবে স্মরণ করেছেন অস্পৃশ্যতা ও কুপমন্ডুকতার কু-আচারের বিরুদ্ধে - তার তথ্যনিষ্ঠ, সুচারু ও মনোগ্রাহী বিশ্লেষণ করে তাঁর সুললিত বক্তব্য উপস্থাপন করেন।
লেখকত্রয়ী বইটি রচনার লক্ষ্য উদ্দেশ্য এবং তাৎপর্য সংক্ষেপে বিধৃত করে বইটি পাঠ করার অনুরোধ জানান। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক ও প্রাক্তনী ড: দেবব্রত মিত্র।
প্রাক্তনী সমিতির সম্পাদক ফজলুর রহমান স্বাগত ভাষণ দেন। সভামুখ্য ছিলেন সমিতির সভাপতি ড: তাপস চট্টোপাধ্যায়। তিনিই সভাটি পরিচালনা করেছেন।
এই অনুষ্ঠানে সমিতির প্রবীনতম সদস্য ডা: স্বরাজ হালদারকে সম্বর্ধিত করা হল তিনি ইন্ডিয়ান পাবলিক হেলথ এসোশিয়েনের বিশিষ্ট সন্মাপনা "ফেলো" নির্বাচিত হবার জন্য।
এই অনুষ্ঠানে শিলিগুড়ির আন্তর্জাতিক বাংলা ভাষা সমিতির পক্ষে সজল গুহকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই সমিতির উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে যে ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে তা উদ্বোধন করার জন্য। এই প্রসঙ্গে বাংলাভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে ভারত সরকারের স্বীকৃতির বিষয় নিয়ে সজল গুহ আলোচনা করলেন। আশা করা যায় শীঘ্রই এই অনুমোদনটির সুসংবাদ আমাদের কাছে নতুন বছরের উপহার হয়ে আসবে।
ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাক্তনী ও অনুষ্ঠান হলের পরিচালক রুপা কুন্ডু।
বইটির দাম মাত্র চারশত টাকা। সংগ্রহ করতে যোগাযোগ : ৯৪৩৪৭১৬০১