+91 9434247625, +91 9434716901, +91 353 2776390, +91 9434258191
tps.chatterjee@gmail.com
Navigation
    Quick Query
    Verification
    Please enter this code below
    Enter The Verification Code
    * Indicates required field

    News & Announcement

    Report of 19th Annual General Meeting.

    ২০/০৩/২০২২ তারিখে সকাল ১০.৩০ থেকে  বিকেল ৩ টা পর্যন্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সমিতির ১৯তম বার্ষিক সাধারণ সভা ও সন্মেলন অনুষ্ঠিত হল। উদ্বোধন করেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রাক্তনী  অধ্যাপক মহেন্দ্র নাথ রায়। সন্মেলনকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ- রেজিস্ট্রার এবং প্রাক্তনী  ড: স্বপন রক্ষিত। মন্সচে ছিলেন সমিতির  সভাপতি, সম্মিপাদক এবং ইতিহাস বিভাগের প্রথম ব্যাচের প্রাক্তনী ইন্দ্রজীৎ চক্রবর্তী। সমিতির  প্রকাশিত চতুর্থতম গ্রন্থের  ( Of Hills and plains of North Bengal : A Panoply of Socio-Economic, Cultural and political Issues ) *মলাট উন্মোচন করেছেন  à¦…ধ্যাপক মহেন্দ্র নাথ রায়।  বইটিতে ৩৮টি গবেষণা নিবন্ধ লিখেছেন সমিতির বিভিন্ন  অধ্যাপক ও গবেষক  সদস্যবৃন্দ।  à¦¸à¦®à§à¦ªà¦¾à¦¦à¦¨à¦¾ করেছেন ডঃ মলয় শংকর ভট্টাচার্য, ডঃ তাপস চট্টোপাধ্যায়, ডঃ আনন্দ গোপাল ঘোষ ও ডঃ মলয় করন্জাই। প্রাক্তনী  সমিতির কুড়ি বছরের গৌরবময় পরিক্রমা বিষয়ক ২৮ মিনিটের  à¦à¦•à¦Ÿà¦¿ ডকুমেন্টারি ফিল্ম উদ্বোধন করা হয়।

    সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সম্পাদক ড: তাপস চট্টোপাধ্যায়।  আয়ব্যয়ের অডিটেড রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ ফজলুর রহমান। সভায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। à¦ªà§à¦°à¦¤à¦¿à¦¬à§‡à¦¦à¦¨,  à¦†à§Ÿà¦¬à§à¦¯à§Ÿà§‡à¦° অডিটেড রিপোর্ট এবং সমিতির গঠনতন্ত্রের সংশোধন বিষয়ক ৪নং এজেন্ডা অনুমোদিত হয়।

    সভার বিবরণী ফেসবুক লাইভ মিডিয়া সহযোগে à¦¸à¦°à¦¾à¦¸à¦°à¦¿ সম্প্রচারিত হয়েছে।

    সভার সিদ্ধান্ত হয়েছে, à¦•à§à¦¯à¦¾à¦®à§à¦ªà¦¾à¦¸à§‡  সমিতির দ্বারা  স্বামী বিবেকানন্দের একটি পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন করা হবে। এই কাজের জন্য সদস্যদের কাছে অর্থ সাহায্যের  আবেদন/অনুরোধ করা হবে। à¦¤à§Žà¦•à§à¦·à¦¨à¦¾à§Ž সভায় অর্থ দান  করেছেন  :

    ১) à¦…ধ্যাপক মহেন্দ্র নাথ রায় -১০,০০০ টাকা 

    ২) à¦‡à¦¨à§à¦¦à§à¦°à¦œà§€à§Ž চক্রবর্তী - à§§à§¦,০০০ টাকা 

    ৩)  ডঃ সীতাংশু বিমল করন্জাই - à§«,০০০ টাকা 

    ৪) à¦¡: তাপস চট্টোপাধ্যায় -  à§«,০০০ টাকা 

    ৫) à¦«à¦œà¦²à§à¦° রহমান -  à§«,০০০ টাকা 

    ৬) অনিতা বাগচী - à§«,০০০ টাকা 

    ৭) ডঃ অতিশ চক্রবর্তী ( USA ) - à§§à§¦,০০০ টাকা 

    ৮) ডাঃ স্বরাজ হালদার - à§«,০০০ টাকা 

    ৯) ডঃ নীলাংশু শেখর দাস - à§«,০০০ টাকা 

    মোট ৬০,০০০ টাকা। 

     à¦§à¦¨à§à¦¯à¦¬à¦¾à¦¦ জ্ঞাপন করেন অতনু চৌধুরি।  সাধারণ সভায় সভাপতির ভাষন দেন à¦¸à¦®à¦¿à¦¤à¦¿à¦° সভাপতি অধ্যাপক সীতাংশু বিমল করন্জাই।

     à¦¸à¦­à¦¾à¦° শেষে গেস্ট হাউসে মধ্যাহ্ন ভোজনের পরে সন্মেলন সমাপ্ত হয়।

     

    * à¦ªà§à¦°à¦•à¦¾à¦¶à¦• : সাগ্নিক বুকস, কলকাতা, 98313-40661, 033-2562-8457, sagnikbooks@gmail.com, www.kolkatabooks.com.

    Posted on: Monday, 21st March 2022

    Correspondence

    Dr.Tapas Kr. Chatterjee
    President, N.B.U. Alumni Association
    Mobile : +91 9434716901
    E-mail : tps.chatterjee@gmail.com

    Mr. Fazlur Rahaman
    Secretary, N.B.U. Alumni Association
    E-mail : fazlar.rahaman@gmail.com;
    Mobile : +91 9434258191

    Dr. Gopal Dey
    Treasurer, NBU Alumni Association
    Phone : 9434247751
    Email: gopaldey23@gmail.com
    All Rights Reserved [nbuaa.org].
    Website Design and Development Service Provided By Techno Developers Group