+91 9434247625, +91 9434716901, +91 353 2776390, +91 9434258191
tps.chatterjee@gmail.com
Navigation
    Quick Query
    Verification
    Please enter this code below
    Enter The Verification Code
    * Indicates required field

    News & Announcement

    Report of the Webinar on August 14, 2021 in collaboration with Kalipada Ghosh Tarai Mahavidyalaya, Bagdogra

     à¦†à¦œ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যাল প্রাক্তনী সমিতি এবং কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়, বাগডোগরা যৌথভাবে একটি অসাধারণ আলোচনা সভা ওয়েবিনার মাধ্যমে আয়োজিত করে।  বিষয়  : উত্তরবঙ্গে জলবায়ু ও বাস্তুতন্ত্র : প্রভাব, প্রতিক্রিয়া ও প্রতিকার। প্রারম্ভিক শুভেচ্ছা জানান রাখেন প্রাক্তনী সমিতির  সভাপতি  ড: সীতাংশু বিমল করন্জাই। সূচনামূলক বক্তব্য পেশ করেন সাধারণ সম্পাদক ড: তাপস চট্টোপাধ্যায়। মূল বক্তব্য রাখেন খড়গপুর আইআইটির অধ্যাপক ও ভাটনগর পুরস্কারপ্রাপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সমিতির সদস্য  ড: পার্থসারথি চক্রবর্তী।  তিনি প্রাকৃতিক ভারসাম্য, উষ্ণায়ণ ও সুস্থিত উন্নয়ন বিষয়ে গবেষণা ও তথ্য সুবিস্তৃত ভাবে বর্ণনা  করেন। উত্তরবঙ্গের ছোট বড় সকল শহরাঞ্চলে ভূগর্ভস্থ জলের স্তর ক্রমাগত নীচে নেমে চলেছে। এই বিষয়ে এবং জল সংরক্ষণের অনিবার্যতা ও বাস্তবসম্মত  পদ্ধতি বিষয়ে  বলেন জলসম্পদ বিভাগের একজিকিউটিভ  ইঞ্জিনিয়র ড: সুব্রত হালদার। পাহাড়ের বর্ষাকালে ব্যাপক ভূমিধ্বস ও জমিক্ষয় বিষয়ে  এবং তার প্রতিকার বিষয়টি ব্যাখ্যা করেন  ময়নাগুড়ি কলেজের অধ্যাপক ও প্রাক্তনী সমিতির সদস্য  মধুসূদন কর্মকার।  উত্তরবঙ্গের নদী ও জলাভূমি আজ শুকিয়ে চলেছে ও  সংকটাপন্ন। এর প্রভাবে প্রাকৃতিক পরিবেশ, বাস্তুতন্ত্র ও জনজীবিকা  ভয়ানক বিপদগ্রস্থ। এই বিষয়ে আলোচনা করেন  নদী বিশেষজ্ঞ ও প্রাক্তনী সমিতির সদস্য  তুহিন শুভ্র মন্ডল। ডুয়ার্স ও অন্যত্র মানুষের সাথে বন্যপ্রাণীর সম্পর্ক, সংঘাত  ও মৃত্যু একটি বিরাট চিন্তার বিষয়।  এই প্রসঙ্গটি ব্যাখ্যা করে বিস্তারিত তথ্য ও বন্যপ্রাণীর বাসস্থানের সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখেন আয়োজক কলেজের পরিবেশ বিজ্ঞান বিষয়ের অধ্যাপিকা মিতা বালা।  প্রশ্ন-?উত্তর পর্বে আলোচনায় অংশ নিয়েছেন ড: গোপাল দে, প্রনব বিশ্বাস এবং কার্শিয়াং গোথেল স্কুলের শিক্ষিকা মৌসুমী চ্যাটার্জি সিং। বিভিন্ন উত্তর দেন ড: চক্রবর্তী ও অন্য বক্তারা। প্রশ্নের   à¦°à¦¿à¦šà¦¾à¦²à¦¨à¦¾ করেন অধ্যাপিকা ড: মোনালিসা চক্রবর্তী। ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের  IQAC কোঅর্ডিনেটর অধ্যাপক।  তিন ঘন্টা ব্যাপী  একটি অসামান্য মনোজ্ঞ ওয়েবিনারের জন্য যুক্ত শতাধিক  অধ্যাপক, প্রাক্তনী  ও ছাত্রছাত্রীরা প্রাক্তনী সমিতিকে ধন্যবাদ ও অভিনন্দন জানালেন।

    Posted on: Saturday, 14th August 2021

    Correspondence

    Dr.Tapas Kr. Chatterjee
    President, N.B.U. Alumni Association
    Mobile : +91 9434716901
    E-mail : tps.chatterjee@gmail.com

    Mr. Fazlur Rahaman
    Secretary, N.B.U. Alumni Association
    E-mail : fazlar.rahaman@gmail.com;
    Mobile : +91 9434258191

    Dr. Gopal Dey
    Treasurer, NBU Alumni Association
    Phone : 9434247751
    Email: gopaldey23@gmail.com
    All Rights Reserved [nbuaa.org].
    Website Design and Development Service Provided By Techno Developers Group