+91 9434247625, +91 9434716901, +91 353 2776390, +91 9434258191
tps.chatterjee@gmail.com
Navigation
    Quick Query
    Verification
    Please enter this code below
    Enter The Verification Code
    * Indicates required field

    News & Announcement

    Webinar on May 7,2021 at 7 pm

                                                                                            প্রতিবেদন

    উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির ব্যবস্থাপনায় গতকাল ৭ই মে সন্ধ্যায় একটি মনোজ্ঞ ওয়েবিনারে " বর্তমান সময়ে মহাত্মা গান্ধীর প্রাসন্গিকতা " বিষয়ে আলোচনা সভা  অনুষ্ঠিত হল।   à¦œà¦¾à¦¤à¦¿à¦° জনকের সার্ধ জন্মশতবর্ষ উপলক্ষে এই সভার আয়োজন।  আলোচনাচক্রের বিষয় ও  উদ্যেশ্য  ব্যাখ্যা করে প্রারম্ভিক বক্তব্য রাখেন সম্পাদক ড: তাপস চট্টোপাধ্যায়। সভা সন্চালনায় ছিলেন খ্যাতিমান লেখক ও ইতিহাসবিদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ড: মলয় শন্কর ভট্টাচার্য। প্রথম বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং আই সিসি আর ফেলো ড: মানস চক্রবর্তী। তিনি গান্ধীর সর্বোদয় আন্দোলন, পঞ্চায়েতী রাজ, কুটির ও ক্ষুদ্র শিল্প এবং সত্যাগ্রহ ভিত্তিতে গণতান্ত্রিক ও জনসংগ্রামের  প্রতি গভীর আস্থা বিস্তারিত বিশ্লেষণ করেন। দ্বিতীয় বক্তা ছিলেন ইতিহাস বিভাগের প্রাক্তনী, লেখক,  ইতিহাসবিদ ও অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ড: পূরন কুমার ছেত্রী। তিনি তরুন বয়স থেকে গান্ধীর মননশীলতা, ব্যাক্তিত্ব, সামাজিক- সাংস্কৃতিক ও রাজনৈতিক চেতনার ক্রমবিকাশটি তুলে আনেন। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি  নিহত হবার আগের সময়কালে স্বাধীনতা সংগ্রামের বিকাশধারায়  গান্ধীর নেতৃত্ব ও অবদান বিশ্লেষণ করেন। 

    এর পরে সংযুক্ত সদস্যদের সাথে  মতবিনিময়, প্রশ্ন- উত্তর ও আলোচনার তৃতীয় পর্ব সন্চালনা করেন সন্চালক ড: ভট্টাচার্য।  সকলেই দাবি করেন যেন এই বিষয়ে আর একটি আলোচনা সভার  আয়োজন করা হয়। এই প্রস্তাব গ্রহণ করে সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভামুখ্য ড: সীতাংশু বিমল করন্জাই।

    Type Here

    Posted on: Saturday, 8th May 2021

    Correspondence

    Dr.Tapas Kr. Chatterjee
    President, N.B.U. Alumni Association
    Mobile : +91 9434716901
    E-mail : tps.chatterjee@gmail.com

    Mr. Fazlur Rahaman
    Secretary, N.B.U. Alumni Association
    E-mail : fazlar.rahaman@gmail.com;
    Mobile : +91 9434258191

    Dr. Gopal Dey
    Treasurer, NBU Alumni Association
    Phone : 9434247751
    Email: gopaldey23@gmail.com
    All Rights Reserved [nbuaa.org].
    Website Design and Development Service Provided By Techno Developers Group