+91 9434247625, +91 9434716901, +91 353 2776390, +91 9434258191
tps.chatterjee@gmail.com
Navigation
    Quick Query
    Verification
    Please enter this code below
    Enter The Verification Code
    * Indicates required field

    News & Announcement

    শোক প্রস্তাব

     

                                                                                     à¦¶à§‹à¦• প্রস্তাব

    উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির কার্যকরী কমিটির সক্রিয় সদস্য অ্ধ্যাপক বিকাশ রায় ২৬-৪-২১ তারিখে সন্ধ্যা ৬.৩০ মিনিটে মালদহ সরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।   à¦‰à¦¤à§à¦¤à¦°à¦¬à¦™à§à¦— বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতি তাঁর অকাল প্রয়াণে  শোকাহত । আজ  সমিতির সদস্যবৃন্দ ভার্চুয়াল মাধ্যমে শোকসভায় মিলিত হয়ে এই শোক প্রস্তাব গ্রহন করেছেন।  

    অ্ধ্যাপক বিকাশ রায় ২০০৮ সালের অক্টোবর মাসে প্রাক্তনী সমিতির সদস্যপদ গ্রহণ করেন।  à¦®à¦¾à¦²à¦¦à¦¹ জেলায় সমিতির আন্চলিক কর্মসূচীতে তাঁর অংশগ্রহণ ও ভূমিকা ছিল দৃষ্টান্তমূলক। প্রাক্তনী সমিতির বিভিন্ন সাধারন সভায় তিনি উপস্থিত থেকেছেন ও পরামর্শ দিয়েছেন। ২০১৮ -২০২০ সময়কালের কার্যকরী কমিটিতে তিনি সদস্য ছিলেন ও উল্লেখযোগ্য কাজের পরিচয় রেখেছেন। সমিতি প্রকাশিত দ্বিশতবর্ষে বিদ্যাসাগর গ্রন্থের তিনি ছিলেন অন্যতম লেখক।

    অ্ধ্যাপক বিকাশ রায়  à¦‰à¦¤à§à¦¤à¦°à¦¬à¦™à§à¦— বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি আসাম বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ২০০৮ সালের শেষ ভাগ থেকে আমৃত্যু মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের  à¦ªà§à¦°à¦«à§‡à¦¸à¦° পদে অধ্যাপনা করেছেন। তিনি ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডীন ও সবচেয়ে বরিষ্ঠ এবং জনপ্রিয় অধ্যাপক । তাঁর গবেষণা, সাহিত্য রচনা ও সমালোচনামূলক গ্রন্থাবলী, প্রবন্ধের পুস্তক এবং অগুণতি শিক্ষা ও সাস্কৃতিক সংস্থার নেতৃত্ব গোটা রাজ্যের সারস্বত সমাজে তাঁকে প্রভুত জনপ্রিয়তা ও শ্রদ্ধা দিয়েছে। অধ্যাপক রায়ের স্পষ্ট মতামত, সরল জীবনযাপন ও মধুর ব্যক্তিত্ব সকলকে মুগ্ধ করত।

    অ্ধ্যাপক বিকাশ রায়ের অকাল প্রয়া্নে আমরা একজন সহকর্মী ও সহযোদ্ধাকে হারালাম। তার  à¦¸à§à¦®à§ƒà¦¤à¦¿à¦° প্রতি প্রাক্তনী সমিতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এবং তাঁর শোকসন্তপ্প পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

     

    তাপস চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক                

      

     

     

     

    Posted on: Tuesday, 27th April 2021

    Correspondence

    Dr.Tapas Kr. Chatterjee
    President, N.B.U. Alumni Association
    Mobile : +91 9434716901
    E-mail : tps.chatterjee@gmail.com

    Mr. Fazlur Rahaman
    Secretary, N.B.U. Alumni Association
    E-mail : fazlar.rahaman@gmail.com;
    Mobile : +91 9434258191

    Dr. Gopal Dey
    Treasurer, NBU Alumni Association
    Phone : 9434247751
    Email: gopaldey23@gmail.com
    All Rights Reserved [nbuaa.org].
    Website Design and Development Service Provided By Techno Developers Group