+91 9434247625, +91 9434716901, +91 353 2776390, +91 9434258191
tps.chatterjee@gmail.com
Navigation
Quick Query
News & Announcement
আগামী ৯ই জানুয়ারি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির ব্যবস্থাপনায় একটি অত্যন্ত সময়োপযোগী ও মনোজ্ঞ ওয়েবিনার অনুষ্ঠিত হবে গুগল মিট আন্তর্জাল অবলম্বনে। বিষয় : " ভারতে কোভিড ভ্যাকসিনের গবেষণা, কার্যকারিতা এবং জনসাধারণের জন্য প্রয়োগগত প্রশ্ন"। মুখ্য বক্তা : শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক ডা: শেখর চক্রবর্তী, এম. ডি. । রাত্রি ৮টা থেকে ৯টা পর্যন্ত এই আলোচনা চক্রে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা।
বর্তমান সময়ে, ভারতের নিয়ন্ত্রণ সংস্থা কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন নামের দুটি ভ্যাকসিন অনুমোদন করেছেন। কিছুদিনের মধ্যেই প্রথম ভ্যাকসিনের সরবরাহ ও প্রয়োগ শুরু হতে চলেছে। এই পরিপ্রেক্ষিতে অলোচ্য ওয়েবিনারটি খুবই আগ্রহ ও আকর্ষণ সঞ্চারিত করেছে।
Link : https://meet.google.com/hoj-mrog-tvv.
Posted on: Wednesday, 6th January 2021