+91 9434247625, +91 9434716901, +91 353 2776390, +91 9434258191
tps.chatterjee@gmail.com
Navigation
    Quick Query
    Verification
    Please enter this code below
    Enter The Verification Code
    * Indicates required field

    News & Announcement

    Condolence Message

     

    শোক প্রস্তাব

     

    উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির  à¦¸à¦¦à¦¸à§à¦¯  à¦à¦¬à¦‚ সমিতির কলকাতা চাপটারের সাথে বিগত দুই দশক যাবৎ সংযুক্ত  à¦¶à§à¦°à§€ মৃণ্ময় বিশ্বাস  à¦—ত ২৯/১১/২০ তারিখে ভোরে কলকাতায় বাসভবনে ৭২ বছর বয়ে স্বল্পকালীন অসুস্থতার পরে প্রয়াত হয়েছেন।  à¦‰à¦¤à§à¦¤à¦°à¦¬à¦™à§à¦— বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির সাথে যুক্ত সকলে এই দুঃসংবাদ জেনে মর্মাহত।

    শ্রী মৃণ্ময় বিশ্বাস  à¦¬à¦¿à¦¶à§à¦¬à¦¬à¦¿à¦¦à§à¦¯à¦¾à¦²à¦¯à¦¼à§‡à¦° রসায়ন  বিভাগে  à§§à§¯à§­à§§-৭২ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে ১৯৭৩ সালে à¦¸à§à¦¨à¦¾à¦¤à¦•à§‹à¦¤à§à¦¤à¦° ডিগ্রি অর্জন করেন। “মিনুদা” নামে তিনি সহপাঠী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক ,আধিকারিক, গবেষক সকলের কাছে  à¦ªà¦°à¦¿à¦šà¦¿à¦¤ ছিলেন। আন্তরিক ব্যবহার ও মানবিক আচরণের জন্য  à¦¤à¦¿à¦¨à¦¿ অত্যন্ত জনপ্রিয় ছিলেন। একজন মেধাবী ছা্ত্র ছাড়াও, শ্রী বিশ্বাস ছিলেন ফুটবল ও ক্রিকেট খেলায় বিশেষ পারদর্শী। তাঁর নেতৃত্বে রসায়ন বিভাগ আন্ত-বিভাগীয় ফুটবল প্রতিযোগিতায় দু’বারই চাম্পিয়ন হয়েছিল। আন্ত-মহাবিদ্যালয় ক্রিকেট  à¦ªà§à¦°à¦¤à¦¿à¦¯à§‹à¦—িতায় তিনিই ছিলেন ক্যাপটেন।

    সমিতির কলকাতা চাপটারের  à¦ªà§à¦°à¦¤à¦¿à¦Ÿà¦¿ সভায় তিনি নিয়মিতভাবে উপস্থিত থাকতেন এবং সমিতির বিভিন্ন কর্মসূচির যথাযথ পালনের জন্য সুপরামর্শ দিতেন ও  উদ্যোগ নিতেন । সমিতির ব্যবস্থাপণায় কোভিড-ত্রাণের পর্বেও তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন। ২০১৭ সালে  à¦•à¦²à¦•à¦¤à¦¾à§Ÿ অনুষ্ঠিত সন্মেলনে তিনি উপস্থিত ছিলেন তবে ২০১৯ সালের অনুষ্ঠানে অসুস্থতার জন্য যোগ দিতে পারেন নি।উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে তিনি মনেপ্রাণে ভালবাসতেন।

     à¦¶à§à¦°à§€ মৃণ্ময় বিশ্বাসের মৃত্যু আমাদের সমিতির কাছে অপূরণীয় ক্ষতি। তাঁর স্মৃতির প্রতি  à¦†à¦®à¦°à¦¾ গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি  à¦à¦¬à¦‚ শোকসন্তপ্ত সন্তান, সকল আত্মীয় ও পরিজনদের  প্রতি সমবেদনা জানাচ্ছি।

    তাপস চট্টোপাধ্যায়

    সাধারন সম্পাদক,

    উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতি

    ৯৪৩৪৭ ১৬৯০১

    Posted on: Monday, 30th November 2020

    Correspondence

    Dr.Tapas Kr. Chatterjee
    President, N.B.U. Alumni Association
    Mobile : +91 9434716901
    E-mail : tps.chatterjee@gmail.com

    Mr. Fazlur Rahaman
    Secretary, N.B.U. Alumni Association
    E-mail : fazlar.rahaman@gmail.com;
    Mobile : +91 9434258191

    Dr. Gopal Dey
    Treasurer, NBU Alumni Association
    Phone : 9434247751
    Email: gopaldey23@gmail.com
    All Rights Reserved [nbuaa.org].
    Website Design and Development Service Provided By Techno Developers Group