Quick Query
News & Announcement
Webinar on Nov 21 at Dr.Meghnad Saha College, Itahar
আজ 21/11/2020 ড: মেঘনাদ সাহা কলেজের IQAC'র সাথে যৌথভাবে আয়োজিত আমাদের আন্তর্জাতিক ওয়েবিনার ( বাংলা নবজাগরণের দুই পথিকৃৎ : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অক্ষয় কুমার দত্ত ) খুব ভালো ভাবে অনুষ্ঠিত হয়েছে। এত মনোজ্ঞ ও নিখুঁতভাবে পরিচালিত আলোচনাচক্র খুব কমই শোনা ও দেখা যায়। কলেজের প্রশাসক ড: সুব্রত সাহা (একজন প্রাক্তনী ) এবং অধ্যাপক ও অধ্যাপকদের পেশাদারী ব্যবস্থাপনা ও আন্তরিকতা স্মরণে থাকবে। দুটি পর্বে আলোচক ছিলেন প্রাক্তনী সমিতির সদস্য ড: আনন্দ গোপাল ঘোষ, ড: বিকাশ রায়, ড: গোপাল দে, ড: তপন কর, অধ্যাপক সুকুমার বাড়ুই এবং বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। Keynote বক্তব্য উপস্থাপন করেন ড: তাপস চট্টোপাধ্যায়। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন অধ্যাপক সীতাংশু বিমল করন্জাই। ওয়েবিনারে শতাধিক ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আগামীতে অন্য বিষয়ের প্রসন্গে অপর একটি সেমিনার কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Webinar Poster and Schedule below
Click here to View / Download details