Quick Query
News & Announcement
Publication of Two Books by NBUAA on Nov. 7, 2020
আজকের মহতী অনুষ্ঠানের কিছু চিহ্ন ফটোগ্যলারিতে আছে। ২০ তম বর্ষে, কোভিড অতিমারী সত্বেও, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির পক্ষে দুটি গ্রন্থের মলাট উন্মোচন হল। প্রকাশক সাগ্নিক বুকস, কলকাতা। বইগুলো * কিনতে হলে যোগাযোগ, শিলিগুড়ি বইপাড়ার ইকনমিক বুক স্টলে ( 9434131077 )।
* দ্বিশতবর্ষে বিদ্যাসাগর পরিক্রমা * A Short History of NBU এবং আগে প্রকাশিত * Tribute to an Icon.
মলাট উন্মোচন করলেন মহকুমা পরিষদের সভাধিপতি অধ্যাপক তাপস সরকার এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক আনন্দ গোপাল ঘোষ। উভয়েই বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির বরিষ্ঠ সদস্য। সভা সন্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ও প্রাক্তন রেজিস্ট্রার ড: তাপস চট্টোপাধ্যায়। সভামুখ্য ছিলেন প্রাক্তনী সমিতির সভাপতি ড: সীতাংশু বিমল করন্জাই।