Quick Query
News & Announcement
Alumni Meet at Kolkata on Jan 19
আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হল, কলকাতায় বসবাসকারী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব। পারস্পরিক পরিচয়, সখ্য এবং স্মৃতিচারণার অনুভব ও আবেগে মুখরিত হল এই অনুষ্ঠান। ১৯৬৪ সালের প্রথম ব্যাচ থেকে শুরু করে সমসময়ের মোট ৬০ জন প্রাক্তনী উপস্থিত ছিলেন যাঁরা বিজ্ঞানী, অধ্যাপক, শিক্ষক, কর্পোরেট প্রশাসক এবং বিভিন্ন বিশিষ্ট পদে খ্যাতিমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক ও প্রাক্তন রেজিস্ট্রার ড: তাপস চট্টোপাধ্যায়। সভামুখ্য ছিলেন প্রথম ব্যাচের ইতিহাস বিভাগের কৃতি ছাত্র ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং ফিজিক্স বিভাগের প্রাক্তনী ও বিজ্ঞানী ড: শ্যামল দানা। ধন্যবাদ জ্ঞাপন করেন এবং স্বরচিত কবিতা পাঠ করলেন অর্থনীতির প্রাক্তনী গিরিরাজ গিরিজা শংকর রায়।