+91 9434247625, +91 9434716901, +91 353 2776390, +91 9434258191
tps.chatterjee@gmail.com
Navigation
    Quick Query
    Verification
    Please enter this code below
    Enter The Verification Code
    * Indicates required field

    News & Announcement

    Seminar at Phansidewa Girls HS School on Jan 7

    আলোচনা সভা :বাংলা নবজাগরণ এবং বিদ্যাসাগর। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতি এবং ফাঁসিদেওয়া উচ্চ মাধ্যমিক  বালিকা বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত। বক্তব্য রাখেন ড: তাপস চট্টোপাধ্যায়, ডঃ আনন্দ গোপাল ঘোষ, ডঃ তমালি মুস্তাফি, শেষাদ্রি বসু, ড: গোপাল দে এবং পার্থপ্রতিম মিত্র । উনবিংশ শতকের মধ্য ও শেষভাগে  অবিভক্ত  বাংলার সমাজজীবনে বহমান কুসংস্কার, অন্ধবিশ্বাস, অদৃষ্টবাদ ও নারীদের প্রতি নির্যাতনের প্রেক্ষিতে  পন্ডিত  ঈশ্বরচন্দ্রের বহুমুখী ভূমিকা ও অবদান আলোচিত হল। শিক্ষা সংস্কার, শিক্ষার প্রসার, জনশিক্ষা, নারীশিক্ষা, পাঠ্যসূচিতে আধুনিক জ্ঞান বিজ্ঞান অন্তর্ভুক্ত করা তাঁর মহান অবদান। বিধবাবিবাহ প্রথা বন্ধ করার জন্য আইন প্রণয়ন, বাল্য বিবাহ ও বহুবিবাহ  রোধ করার জন্য জনচেতনা ও আইন প্রণয়ন সহ বিবিধ সমাজসংস্কারের জন্য তিনি চিরস্মরণীয়। জাতিভেদ প্রথা ও ধর্মীয় ভেদাভেদহীন সমাজের স্বপ্ন তিনি মানুষের চেতনায় গ্রথিত করেছিলেন। নিজের সকল অর্থ ও সম্পদ তিনি অকাতরে দান করে দিতেন দুঃস্থ ও সংকটাপন্ন মানুষের হাতে। কলকাতায়  ১৮৬৪ মেট্রোপলিটন বিদ্যালয় ও ১৮৭২সালে  তাকে মেট্রোপলিটন কলেজে উন্নিত করেছিলেন।পরবর্তীতে এই কলেজকে বলা হত জাতীয় মহাবিদ্যালয়। বক্তাদের আলোচনায় এই সব তথ্য পরিবেশিত হল। স্বাগত ভাষণ দেন প্রধান শিক্ষিকা ড: শুক্লা সরকার। সভাপতিত্ব করেন ড: সীতাংশু বিমল করন্জাই।

    Posted on: Wednesday, 8th January 2020

    Correspondence

    Prof. S. B. Karanjai
    (Former Professor in Mathematics, NBU)
    President, N.B.U. Alumni Association
    Mobile : +91 9434247625

    Dr.T.K Chatterjee
    Secretary, N.B.U. Alumni Association
    (Former Registrar, NBU)
    E-mail : tps.chatterjee@gmail.com
    Mobile : +91 9434716901

    F. Rahman
    (Technical Assistant, AKM Museum, NBU)
    Treasurer, NBU Alumni Association
    Phone : +91 353 2776390 (O), +91 9434258191
    Email: fazlar.rahaman@gmail.com
    All Rights Reserved [nbuaa.org].
    Website Design and Development Service Provided By Techno Developers Group